Diploma in Marine Technology Career Part 1
ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর পর কিভাবে জাহাজে ক্যারিয়ার গড়বো?
বর্তমানে মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা করে জাহাজে ক্যারিয়ার গড়ছে এরকম প্রশিক্ষণার্থীর সংখ্যা খুবই কম। অধিকাংশ শিক্ষার্থীরা পাওয়ার প্লান্ট, মেকানিকাল সেক্টর বা বিদেশে উচ্চ শিক্ষা কিংবা চাকুরির উদ্দেশ্যে গমন করে থাকেন। ফলশ্রুতিতে বর্তমান চলমান শিক্ষার্থীদের মাঝে প্রকৃত মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন ক্যারিয়ার নিয়ে জ্ঞ্যান বা ধারনা খুব সীমিত বা নেই বললেই চলে।
যার কারন হিসেবে বলা যায় একটা সময় ছিল যখন ডিপ্লোমা ডিগ্রি ধারীরা প্রয়োজনীয় শর্তাদি পূরণ স্বাপেক্ষ্যে সহজেই সিডিসি (CDC- Continuous Discharge Certificate) পেয়ে বিদেশগামী জাহাজের যোগদান করতো। কিন্তু ধাপে ধাপে বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজি শিপিং কতৃক সরাসরি বা ক্লাস ৫ এর পর সিডিসি পাওয়ার যে প্রক্রিয়া সেটা স্থগিত করা হয়েছে এবং জটিল থেকে জটিলতর করা হয়েছে। তারপরেও অনেকে মেরিন ক্যারিয়ার এ আগ্রহী। তাদের জন্য নিচে একটা গাইডলাইন দেওয়ার চেস্টা করা হল।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষনার্থী দের জাহাজে দুইভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
১. আভ্যন্তরীণ জাহাজে (Inland Ship)
২. বিদেশগামী জাহাজে (Foreign going vessel)
প্রথমে আলোচনা করি আভ্যন্তরীণ জাহাজ নিয়ে-
আভ্যন্তরীণ জাহাজ:
আভ্যন্তরীণ জাহাজে প্রথমে ইঞ্জিন ক্যাডেট হিসেবে যোগদান করতে ডিপ্লোমার সর্বশেষ সেমিস্টার তথা ইন্টার্ন হিসেবে। পরবর্তীতে ড্রাইভার ক্লাস ২ তারপর ড্রাইভার ক্লাস ১ এবং তারপর ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার (IME) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে যোগ্যতার সনদ নিতে পারবেন।
ইনল্যান্ড ড্রাইভার ক্লাস ১ এবং আইএমই যোগ্যতা সনদধারী প্রার্থী ফার্স্ট ক্লাস ইনল্যান্ড জাহাজে ইনচার্জ ড্রাইভার/ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরি করতে পারবেন।
উল্ল্যেখ্য মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা ধারী কেউ চাইলে সরাসরি ড্রাইভার ক্লাস ১ অথবা সরাসরি আইএমই পরীক্ষায় অংশ নিতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হল:
ড্রাইভার ক্লাস ২:
কোন স্বীকৃতিপ্রাপ্ত ইনস্টিটিউট হইতে মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী প্রার্থীকে কোন নৌযানে যোগদানের পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাইবে, তবে কমপক্ষে ১৮৬ কিলোওয়াট শক্তির নৌযানসমূহে ৬ মাস নৌযানে সক্রিয় চাকুরী না করা পর্যন্ত তাঁহাদের সার্টিফিকেট প্রদান করা যাইবে না।
ড্রাইভার ক্লাস ১:
স্বীকৃত কোন ইনস্টিটিউট হইতে মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থী যাহার অন্যূন ১৮৬ কিলোওয়াট ইঞ্জিন শক্তিবিশিষ্ট মোটর চালিত জাহাজে ২৪ মাস অবস্থানসহ চাকুরীর অভিজ্ঞতা রহিয়াছে।
আইএমই (IME):
ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি সনদ ধারী প্রার্থীদের ২ এবং অর্ধ বছর ওয়াচকিপিং সার্ভিস সম্পন্ন করে IME পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যদিও কথিত আছে আইএমই এর পর এমইও ক্লাস ৫ দেওয়া যায় এসএসি সাইন্স গ্রুপ থাকলে। কিন্তু বর্তমানে আইএমই পরীক্ষা বাংলায় হওয়ায় সেই পথ বন্ধ। ইনল্যান্ড এ আগ্রহী প্রার্থীদের এসএসসি ব্যাকগ্রাউন্ড সাইন্স থাকলে মেরিন ইঞ্জিনিয়ার অফিসার ক্লাস ৫ এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো।
পরবর্তীতে #DMEcareerPart2 তে বিদেশগামী জাহাজের ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
আরও জানতে যুক্ত হোন ফেইসবুক পেইজে:
#DMEstudy
#DMEcareer #DMEcareerPart1
No comments