Diploma in Marine Technology Career/ MEO 5 Part 3

ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর পর কিভাবে জাহাজে ক্যারিয়ার গড়বো?



DME Study ফেইসবুক পেইজ ও ব্লগ সাইটে ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজিদের জাহাজে ক্যারিয়ার গড়ার ব্যাপারে দুইটি গাইডলাইন মূলক পোস্ট শেয়ার করা হয়েছিল। এর প্রেক্ষিতে অনেকেই MEO-Marine Engineer Officer Class IV এর ব্যাপারে জানতে চেয়েছেন। সংক্ষেপে আলোচনা করার চেস্টা করা হল।

১. শিপবিল্ডিং থেকে কি ক্লাস ৫ দেওয়া যাবে?
দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে এসএসসি বিজ্ঞান বিভাগ এর পর ৩৬ মাস কোস্টাল জাহাজে সি সার্ভিস সম্পন্ন করতে হবে। সহয কথায় ক্লাস ৫ ডেক/ইঞ্জিন দুই শ্রেণীর জন্যেই এসএসিসি উত্তীর্ণ হলেই পরীক্ষায় অংশ নেওয়া যায়।

২.  ক্লাস ৫ এর পর কি সিডিসি পাওয়া যায়?
উত্তর হচ্ছে না। তবে ইঞ্জিন ক্লাস ৫ এর ১ বছর পর ক্লাস ৪ এবং ক্লাস ৪ এর দুই বছর পর সিডিসি প্রাপ্তির জন্য এনওসির আবেদন করা যায়।
তবে উল্লেখ্য ডেক অফিসার ক্লাস ৫ এর পর সিডিসি গ্রহণের জন্য এনওসির আবেদন করা যায়।

৩.  MEO Class 5 দিতে কি কি প্রয়োজন?
ক্লাস ৫ এর এসেসমেন্ট এর জন্য নিন্ম লিখিত যোগ্যতা বা সনদ সহ নৌ পরিবহন অধিদপ্তর এর ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে
ক. এসএসসিতে বিজ্ঞান বিভাগ এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মেরিন টেকনোলজিতে ডিপ্লোমা সার্টিফিকেট  ও মার্কশিট
খ. ১২ মাস ওয়াচ কিপিং সার্ভিস টেস্টিমনিয়াল
গ. ৬ মাস ওয়ার্কশপ সার্টিফিকেট বিটাক থেকে
ঘ. ৩ মাসের ক্লাস ৪ ও ৫ কম্বাইন্ড প্রিপ্যারাটরি কোর্স
ঙ. বেসিক সিক্স সার্টিফিকেট ও সিওপি (COP-Certificate of Proficiency)
চ. পাসপোর্ট ও এনআইডি
ছ। পোর্ট হেলথ সনদ

৪. কিভাবে ক্লাস ৫ পরীক্ষায় অংশ নেওয়া যায়?
উত্তর ৩ এ উল্লেখিত ডকুমেন্ট সহকারে ডিজি শিপিং এর ওয়েবসাইটে এসেসমেন্ট এর জন্য আবেদন করে নির্ধারিত ফি প্রদান করে ইলিজিবিলিটি ফরম পূরণ করে ডিজি শিপিং এ সকল ডকুমেন্ট জমা দিতে হয়। পরবর্তীতে যাচাইবাছাই করে ইলিজিবিলিটি (eligibility) দেওয়া হয়।
৫. MEO class 5 এ কি কি বিষয় থাকে?
৪ টি বিষয় যথা: ইঞ্জিনিয়ারিং নলেজ মটর, ইঞ্জিনিয়ারিং নলেক জেনারেল, নেভাল আর্কিটেকচার এবং মেরিন ড্রয়িং।
উল্লেখ্য সার্টিফিকেট প্রাপ্তির জন্য রিটেন ৪ সাবজেক্ট ও একটি ওরাল (oral) পরীক্ষায় পাশ করতে হয়।

৬. বিষয়ভিত্তিক পাশ মার্ক কত?
লিখিত পরীক্ষায় পাশ মার্ক ৫০% এবং ওরাল পরীক্ষায় পাশ মার্ক ৭০%

আরও জানতে ভিজিট করুন: https://www.dmestudy.blogspot.com

#DMEstudy
#DMEcareer #DMEcareerPart3

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.