মেরিন ডিপ্লোমা ভর্তি প্রত্যাশীদের জিজ্ঞাসিত (FAQ) প্রশ্ন
মেরিন ইন্সটিটিউট এ ভর্তি সম্পর্কিত -২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা জেনে নিন....
☯️প্রথমে জেনে নিন, মেরিনে কেনো পড়বেন?✅উত্তরঃ মেরিন ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয় এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে আপনি, উপ-সহকারী প্রকৌশলী (১০ গ্রেড) এবং পাওয়ার প্লান্ট, শিপইয়ার্ড ,ডকইয়ার্ড ইত্যাদি পদে জব করার সুযোগ পাচ্ছেন যেটা অনার্স করেও পারবেন না আর সমুদ্রে তথা জাহাজে ক্যারিয়ার গড়ার সুযোগ তো থাকছেই।
☯️৪ বছর মেয়াদি ডিপ্লোমা করে কি সরকারি জব করতে পারবো?
✅ উত্তরঃ হ্যাঁ! পারবেন। তবে কিছু ডিপার্টমেন্ট বাদে অন্যান্য ডিপার্টমেন্টগুলোর সরকারি/স্বায়ত্তশাসিত জব তুলনামূলক অনেক কম।
☯️ডিপ্লোমা শেষ করে উচ্চ শিক্ষার জন্য পাবলিক ভার্সিটি রয়েছে?
✅ জ্বি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি মাত্র পাবলিক ভার্সিটি রয়েছেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর তাছাড়াও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে উচ্চ শিক্ষায় অংশ গ্রহণ করা যায়।
তবে কেউ যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে শিপিং এ ক্যারিয়ার গড়তে চায় তাহলে তার জন্য বিএসসি আলাদা বিশেষ কোনো ভ্যালো যোগ করবে না।
কারন জাহাজে উচ্চ শিক্ষা বা প্রমোশনের জন্য নৌ পরিবহন অধিদপ্তরে পরীক্ষা দিতে হয়। যেটা যারা মেরিনের উপর বিএসসি করেছেন বা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা করেছেন তাদেরও দিতে হয়। তবে কেউ যদি শোর (Shore) বেইস জব করতে চায় তাহলে বিএসসি করে নিতে পারেন।
☯️কোন মেরিন ভালো?
✅ আপনি ভালো মেরিন গুরুত্ব না দিয়ে বর্তমান/ভবিষ্যত চাহিদা সম্পন্ন টেকনোলজিকে গুরুত্ব দিন। জবের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান আপনার মেরিন জানতে চাইবেনা।
☯️কোন টেকনোলজি ভালো?
✅ উত্তরঃ সকল টেকনোলজি ভালো।
১। মেরিন টেকনোলজি
২। শীপবিল্ডিং টেকনোলজি
☯️কোন মেরিনে চান্স পেতে জিপিএ কত লাগবে?
✅ উত্তরঃ কত জিপিএ লাগবে নির্দিষ্ট করে বলা যাবেনা। তবে বিআইএমটি তে চান্স পেতে জিপিএ ৫.০০ থাকা দরকার। অন্যা ৪ টি আইএমটিতে চান্স পেতে হলে জিপিএ ৪.৮০+ প্রয়োজন হয়। সম্পূর্ণটাই নির্ভর করে আবেদনের উপরে।
☯️কিভাবে আবেদন করলে চান্স হবে?
✅ ফলাফল যদি ৪.৮০+ হয়, তাহলে আপনি আপনার পছন্দের টেকনোলজিতে বিভাগীয় পর্যায়ের মেরিন গুলোকে প্রথমে রেখে ক্রমানুসারে আবেদন করলে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে।
জিপিএ ৪.৫০ থেকে ৪.৮০ মধ্যে থাকলে পছন্দের টেকনোলজিতে পছন্দের ইনস্টিটিউটগুলোতে আবেদন করতে পারেন।
☯️Non-Science শিক্ষার্থীরা কি রেমিডিয়াল কোর্স করে ভর্তি হতে পারবে?
✅ উত্তরঃ নন সাইন্স ব্যাকগ্রাউন্ড মেরিন এ ভর্তি এলাউ না।
☯️ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে?
✅ নির্দিষ্ট করে সময় বলা যাচ্ছেনা। তবে জানুয়ারি মাসে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
⚠️ সতর্কতাঃ বিভিন্ন বেসরকারি মেরিন প্রতিনিধিগণ আপনাকে স্কলারশিপ দেখিয়ে ভর্তি করাতে চেষ্টা করবে, তাদের আপাতত এরিয়ে চলবেন।
👉 এছাড়া যদি কারও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন।
ধন্যবাদ।
©এডমিন
ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরিষদ , বাংলাদেশ (ফেইসবুক গ্রুপ)
এডিটরঃ এটি শুধুমাত্র একটি সহায়ক আর্টিকেল ভর্তি প্রার্থীদের উচিত হভে ভালো ভাবে খোঁজ নিয়ে ভর্তি হওয়া।
No comments