আকিজ শিপিং লাইনের আভ্যন্তরীণ মালবাহী জাহাজে নিয়োগ
আকিজ শিপিং লাইনের মালবাহী জাহাজে নিয়োগের জন্য দরখাস্তের আহবান করা যাচ্ছে।
উক্ত নিয়োগে প্রথম শ্রেণীর ইনচার্জ মাস্টার, প্রথম শ্রেণীর ইনচার্জ ড্রাইভার, সুকানি, গ্রিজার, লস্কর ও কুক নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য যে মালবাহী জাহাজে সর্বনিন্ম তিন বছরের র্যাংক এক্সপেরিয়েন্স থাকতে হবে।
যোগাযোগ: আকিজ পলিভাইভার ইন্ডাস্ট্রি লি:, লেভেল ১, কদম রসুল, বন্দর নারায়ণগঞ্জ
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৩ ইং
No comments